হাফিজুর রহমান শিমুলঃ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র প্রদাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে ম্যাটস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(৩ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলার নলতায় সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে এ বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা ম্যাটস্ শাখা । এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ম্যাটস্ সাতক্ষীরা শাখার সমন্বয়ক মুজাহিদুল ইসলাম ও সহ-সমন্বয়ক মাসুম বিল্লাহ । বক্তারা বলেন, এ বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সনদ প্রদাণের দাবি জানানো হয়। কর্মসূচি সম্পর্কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আর এইচ রিফাত জানান, ৩ জুন সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে। আগামী সাত দিনের মধ্যে দাবির বিষয়ে অগ্রগতি না হলে দাবি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সম্মুখে অবস্থান ধর্মঘট ঘোষণা করবে বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদ।