আজ কলকাতা হাইকোর্টে নারদা মামলার রিট আবেদন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিদের্শ অনুযায়ী সারদা মামলার রিট আবেদন জমা করবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। কারণ কিছুদিন আগে নারদা মামলার আসামি হিসেবে পশ্চিম বাংলার মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জী এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী মদন মিত্র এবং সাবেক মন্ত্রী ও কলকাতা পৌরসংস্থার সাবেক মেয়র শ্রী শোভন ব্যানার্জী কে সি বি আই গ্রেপ্তার করে। এবং তাদের কে নিয়ে আসা হয় সি বি আই এর সদর দপ্তর নিজাম প্যালেসে। এই খবর ছড়িয়ে পড়তে নিজাম প্যালেসে ছুটে আসেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার আইন ও বিচার মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং সংসদ সদস্য শ্রী কল্যাণ ব্যানার্জী সহ বিভিন্ন যায়গায় থেকে আগত তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনার স্হানে ছুটে আসেন কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা। শুরু হয় নাভীর লড়াই। পরে গ্রেপ্তার হওয়া মন্ত্রীদের জামিন মঞ্জুর করেন সি বি আই এর বিশেষ আদালত। কিন্তু সি বি আই এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন জামিনের বিরুদ্ধে। এবং দীর্ঘ সময় পর রাতে নিন্ম সি বি আই আদালতের জামিন কে নাকচ করে দেয়। এবং ধৃত মন্ত্রীদের জেল হেফাজতে নেওয়ার নিদের্শ দেন। এই ঘটনার পর সি বি আই কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিচার মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং সংসদ সদস্য শ্রী কল্যাণ ব্যানার্জী তাদের কাজে বাধা সৃষ্টি করে এবং সি বি আই দপ্তর নিজাম প্যালেসে ঘিরে রাখেন তাদের ছাড়িয়ে নিয়ে যাবার জন্য। তখন কলকাতা হাইকোর্ট সি বি আই এর আবেদন কে গ্রহণ করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ গ্রহণ করেন। এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন ও বিচার মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং সংসদ সদস্য শ্রী কল্যাণ ব্যানার্জী তারা কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শ্রী রাজেশ বিন্ডাল বেঞ্চ আবেদন করলে তা খারিজ করে দেয়। এবং তারা ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কাছে আবেদন করতে বলেন। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন আইনজীবী শ্রী অভিষেক মনু সিঙভী। এবং তিনি যুক্তি দেখান এই কেসটি না দেখে সরসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এটি কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এর নিস্পত্তি হয় নি। তাই এই কেস ফিরিয়ে দেওয়া হোক কলকাতা হাইকোর্টে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নিদের্শ দেন কলকাতা হাইকোর্টে রিট আবেদন জমা করতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে। আজ মঙ্গলবার সকালে এই কেসের রিট আবেদন জমা করবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন ও বিচার মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং সংসদ সদস্য শ্রী কল্যাণ ব্যানার্জী। এই মামলা লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী অভিষেক মনু সিঙভী।। ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।