মোফাজ্জল হোসেন বাহরাইন : বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমন তুলনামূলক নিয়ন্ত্রনে আসায় আগামী ২ তারিখ থেকে শপিংমল, ব্যবসাপ্রতিষ্ঠান সহ যাবতীয় বানিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
🔹 মল
🔹 স্পোর্টস ইভেন্ট
🔹 রেস্টুরেন্ট ও ক্যাফে (ইন্ডোর ও আউটডোর ডাইনিং)
🔹 খেলাধুলার স্থান
🔹সেলুন, স্পা ও বিউটি পার্লার
🔹 ইভেন্ট ও কনফারেন্স
🔹 জীম, স্পোর্টস ক্লাব
🔹 সিনেমা (৫০% দর্শক) এইসব প্রতিষ্টান শুধুমাত্র ভ্যাক্সিন গ্রহনকারী, করোনা রিকভার ও ১২ বসরের নিচে যারা তাদের জন্য উম্মুক্ত থাকবে।
🔸 সকল ধরনের ব্যাবসায়ীক প্রতিস্ঠান
🔸 ব্যক্তিগত ঘরোয়া অনুষ্ঠান (৩০জনের উপরে নয়)
🔸 সরকারী প্রতিষ্ঠান
🔸 শিক্ষা ও কারিগরী প্রতিষ্টান সমূহ সকলের জন্য উম্মুক্ত থাকবে।