মোফাজ্জল হোসেন, বাহারাইনঃ আজ মান্যবর রাষ্ট্রদূত ডঃ মোঃ নজরুল ইসলাম বাহরাইনের শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী শেখ জায়েদ রাশিদ আল জায়ানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও বাহারাইন-এর মধ্যে বাণিজ্য প্রসারের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত এদেশে বাংলাদেশের ফার্মাসিটিক্যালস কোম্পানি স্থাপন, গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন, সৌর বিদ্যুতের প্লান্ট, জাহাজ নির্মাণ শিল্পে যৌথ উদ্যোগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে বিস্তর আলোচনা করেন। মাননীয় মন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতকে সম্পর্ক উন্নয়নে ও জোরদারকরণে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।