ভারতের মুসলিম ভাইরা দেশের সম্পদ, এদের বাদ দিয়ে ভারত ভাবা যায় না, আর এস এস প্রধান মোহন ভগত। ভারতের মুসলিম জাগরণ মঞ্চ এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেউ যদি মনে করেন ভারতের মুসলিম ভাইদের বাদ দিয়ে ভারত তৈরি করা হবে, সেটা মুরখুমি ছাড়া কিছুই নয়। তিনি বলেন কিছু উগ্র হিন্দুত্ববাদী দল যে ভাবে গো রক্ষার নামে মুসলিম ভাইদের উপর অত্যাচার করছে সেটা ঠিক নয়। তবে সনাতন ধর্ম মানুষের কাছে গরু পবিত্র জীব। কিন্তু ইদানীং কালে ভারতের বিভিন্ন যায়গায় যে ভাবে গো রক্ষার নামে মুসলিম ভাইদের উপর অত্যাচার চলছে সেটা ঠিক নয়। তিনি বলেন মুসলিম ভাইদের এই জাগরণ মঞ্চ এসেছি বলে মনে করবে না আমি সনাতন ধর্ম ত্যাগ করে দিয়েছি। তবে ভারতের মুসলিম ও সনাতন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বাস করে এসেছে। এদের মধ্যে ভাতৃত্বের অভাব ছিল না। কিছু মানুষ ও কিছু রাজনৈতিক দল নিজেদের সারথে তারা দুইটি সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্বের ফাটল ধরাতে চাইছে। তবে তার দল আর এস এস কোন দিন ভারতের মুসলিম ভাইদের বিরোধী ছিল না ও থাকবে না। তিনি এই জাগরণ মঞ্চ আসার জন্য সকলকেই সাধুবাদ জানান।। ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।