বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী, জনাব সিদ্দিকুল্লা চৌধুরী। গতকাল সোমবার রাজ্যের বিধান সভা শেষ হবার পর নিজের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া লাগোয়া মেমোরিতে ফিরছিলেন। তখন তার গাড়ির চাকা পাংচার হয়ে কাটোয়া লাগোয়া সাতগাছিয়া কাছে উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক গাড়িটি নিজের চেষ্টায় নিয়ন্ত্রণ করে নেন। এবং তিনি তার সঙ্গে থাকা পশ্চিম বাংলার গ্রন্থগার মন্ত্রী ও পশ্চিম বাংলার জমিয়তে ওলামা হিন্দ এর নেতা এবং মন্তেশ্বর এর বিধায়ক কাছে ছুটে আসে। তখন মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী কে দেখেন তার হাতে অল্প চোট লেগেছে। এই খবর শুনে ছুটে আসেন পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর এস ডি পি ও, জনাব আমিনুল ইসলাম খান। তবে প্রত্যক্ষ দশীরা জানালেন যে যদি গাড়ি টি উল্টে যেত তাহলে বড় ধরণের ক্ষতি হত মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান মহান আল্লাহ রহমতে বেচে গেছি। এবং ভালো আছি। এই খবর শুনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরীর খোঁজ নেন।। ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।