আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর জুড়ে অসহনীয় যানযটের কবলে ব্যবসায়ী ও স্থানীয় বসবাসরত সাধারণ মানুষ।করনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের মধ্যে ও খোলা রাখা এ বন্দরে প্রবেশ করছে প্রতিদিন ৩ থেকে ৪শ পণ্যবাহী ভারতীয় ট্রাক। সাথে সাথে ভারত থেকে আসা পণ্য পরিবহনের জন্য ৫ শতাধিক বাংলা ট্রাক স্থলবন্দরে সব সময় অপেক্ষায় থাকে। সব মিলে হাজারের ও বেশি যানবাহন প্রতিদিন বন্দরের সড়কে চলাচল করে। এসড়কে ট্রাফিক ব্যাবস্থাপনা না থাকায় সকাল থেকে রাত অব্দি পুরো বন্দর এলাকা জুড়ে লেগে থাকে তীব্র যানযট। যানযটের কবলে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্দর ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও আসপাসে বসবাসকারী পথ চলতি সাধারণ মানুষ।
বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, যানযটের কারণে পণ্য রপ্তানি কাজে ব্যাঘাত ঘটছে। সময়মত পণ্য পরিবহন করতে না পারায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।
তারা বলেন, বন্দরের সড়কে চলাচলেরকোনো শৃঙ্খলা নেই। সেটা দেখার ও কেউই নেই। আমরা এর প্রতিকার চায়।
অপরদিকে ভোমরা স্থলবন্দর এলাকার স্থানীরা জানান, কিছুদিন আগে বন্দরের সড়কে কোনো যানযট ছিলো না। বন্দরে যানযট নিরসনের জন্য একটি কমিটি কাজ করতো। এখন সেই কমিটির কাজ বন্ধ থাকায় আবারো বন্দরের দীর্ঘ দু কিলোমিটার সড়ক জুড়ে সবসময়ই যানযট লেগে থাকে। আমরা স্থলবন্দরের সড়ক যানজট মুক্ত চায়।
ভোমরা স্থলবন্দরের সড়ক যানজট মুক্ত করতে বন্দরের ব্যবসায়ী, ব্যবহারকারী ও স্থানীয় সকল পথচলতি মানুষ সাতক্ষীরা জেলা প্রশাসক ও স্থলবন্দর কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।