মোঃ রাজীব হোসেন:চলমান করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ সুবলং ইউনিয়ন শাখার উদ্যোগে সুবলং বাজারে জীবাণু নাশক স্প্রে ও সচেতনতা মুলক প্রচারণা চালানো হয় এতে উপস্থিত ছিলেন সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সুবলং ইউনিয়ন চেয়ারম্যান, বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা।
এর আগেও সুবলং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনা সচেতনতায় নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে।
বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন করোনা মহামারী সূচনা থেকে বাংলাদেশ ছাত্রলীগ বরকল উপজেলা শাখার উদ্যোগ অনেক কার্যক্রম পরিচালিত হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও ভালোভাবে সঠিক কার্যক্রম পরিচালিত করবো।
সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলেন, আমরা সবাই কাজ করতে আগ্রহী যতদিন পর্যন্ত এ সংকট না কাটে ততোদিন আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তবে সকল অবস্থায় সিনিয়র নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।