ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কলেমা চত্বর থেকে কাঠালিয়া হাইওয়ে রাস্তার পাশে মহিলা কলেজ সংলগ্ন রাস্তার উপরে সিকদার মঞ্জিল নামে একটি ভবন নির্মিত আছে উক্ত ভবনটিতে সেফটি ট্যাঙ্কির ব্যবহার না করার কারণে বাথরুম এবং ব্যবহার্য সকল পানি রাস্তার দুই পাশে প্রবাহিত হয় এতে রাস্তার দুই পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে সাধারন মানুষের চলা ফেরা সহ স্থানীয় বসবাসরত বাসিন্দারা চরম দুর্গন্ধ সহ জলাবদ্ধতায় ভুগতেছে এব্যাপারে ভান্ডারিয়া উপজেলার পৌরমেয়র সহ স্থানীয় জনপ্রশাসনের দৃষ্টি একান্ত কামনা করছে ঐ এলাকার বাসিন্দারা।