মোঃ আবু তৈয়ব: রাঙামাটি পার্বত্য জেলায় চলমান ভারি বর্ষণে পাহাড় ধসের প্রবল আশংকা থাকায় গত ২৯/০৭/২০২১ লোকনাথ মন্দির সংলগ্ন ঢাল, শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন ঢাল, সিভিল সার্জনের বাসভবন সংলগ্ন এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য , রাঙামাটি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট এর নেতৃত্বে জেলা প্রশাসন কর্তৃক প্রচারণা চালানো হয়।এলাকার জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রচার চালানো হয় এবং দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ করা হয়। এছাড়াও উপস্থিত থেকে মসজিদ ও মন্দিরের মাইকে নিরাপদ স্থানে চলে যাবার জন্য সতর্কতামূলক ঘোষণা করা হয়।এসময় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ান,যুব রেড ক্রিসেন্ট,রাঙ্গামাটি জেলা স্কাউট ও নগর স্বেচ্ছাসেবক দলের (Urban Volunteers) সদস্যবৃন্দ সহযোগিতা করেন।