টিকা দেওয়া ও করোনার পরীক্ষার জন্য ভিড় বাড়ছে।।মানুষের কল্যাণে প্রতিদিন
আপডেট টাইম :
বুধবার, ৪ আগস্ট, ২০২১, ১১.৫৭ এএম
১৭৮
বার পঠিত
মোঃ সবুজ হোসেন :দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আগে টিকা দেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র ছাড়া নিবন্ধন করা যেত না কিন্তু বর্তমানে জন্ম সনদ দিও টিকা নিবন্ধন করা যায়। তাই যারা জাতীয় পরিচয় পাত্রের অভাবে চিকা নিবন্ধন করতে পারেনি যে সংখ্যক লোক তারাও টিকা নিবন্ধন করছে।সে কারণে স্বাভাবিক এর থেকে টিকা প্রধানকারী হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে । সকাল ছয়টা থেকে রাজধানী ঢাকা মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে শুরু হয় মানুষের ভিড়। এবং ওই হাসপাতালে চত্বরের ভিতরেই করোনার স্যাম্পল কালেকশন বুথ সেখানেও ভিড় বাড়ছে একই রকম ভাবে।