বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন তার ফেসবুকে যে স্ট্যাটাস লিখেছেন, সেটি হুবহু তুলে ধরা হলো..অফিসার্স ক্লাব ঢাকার আরো এক স্যার আমাদের থেকে চিরতরে চলে গেলেন। আমি খুব মর্মাহত হই।নিজের অজান্তেই এ ক্লাবের সাথে জড়িয়ে পড়েছি। হয়তো ক্লাব আমার ভালোবাসা আর স্যারেরা আমার কাছে বিনম্র শ্রদ্ধার। সত্যি বলতে কি; ক্লাবে গেলে আমার কোন হতাশা -ব্যর্থতা মনে থাকে না, স্যার ও সম্মানিত সদস্যরা যখন ‘আলমগীর’ বলে ডাক দেন, ভালো ব্যবহার করে কথা বলেন, বেঁচে থাকার সাহস যেন পাই। কোন কোন স্যার আমাকে অনেক রাতে বা খুব ভোরবেলা ফোন দেন,তারপরও বিরক্ত হই না। ক্লাবের অনেক প্রিয় মুখ আর দেখতে পাব না, আমার জন্য অনেক বড় কষেটর! এক এক স্যারের সাথে আমার এক একটি গল্পের সম্পর্ক। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খান স্যারের অনেক কথা আজীবন মনে থাকবে। আল্লাহ তাঁকে বেহেশতবাসী করুন।
লেখকঃ মোঃ আলমগীর হোসেন,
নির্বাহী সদস্য,অফিসার্স ক্লাব ঢাকা।