রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব জাফর বায়েজীদ ও শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম।
মঙ্গলবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিসিক শিল্পনগরীর বর্তমান পরিস্থিতি এবং রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিসিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মেয়র।
বিসিক কর্মকর্তাদ্বয় রাজশাহী শিল্পনগরীর বর্তমান সার্বিক অবস্থা ও রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান সমস্যাগুলো মেয়র মহোদয়কে অবহিত করেন। এ সময় মেয়র মহোদয় বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং রাজশাহী বিসিকি শিল্পনগরী-২ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য আহ্বান জানান।