হাফিজুর রহমান শিমুলঃ সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” শীর্ষক উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজন মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায়
কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি ইলা দেবী মল্লিক। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাবেক অধ্যাঃ মুনসুর আলী, যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক নিয়াজ কওছার তুহিন, সদস্য গাজী জাহাঙ্গীর কবির , এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শান্তি গোপাল চক্রবর্তী, কনিকা রানী সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্যা খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শাওন আহম্মেদ, শিক্ষক দিলীপ কুমার,
উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর কবির ও উত্তরণের একাউন্টেন্ দেবব্রত কুমার ঘোষের সার্বিক ব্যবস্থপনায় ভুমি কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অাব্দুল খালেক এর মৃত্যুর কারণে শোক প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। মহামারী করোনা কালীন সময়ে উপজেলা ভুমি কমিটির উদ্যোগে কোন মিটিং না হওয়া শোক প্রস্তাবটি দেরীতে গৃহিত হয়। এসময় বক্তারা খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, যোগ্য ভুমিহীনদের তালিকা প্রস্তুতকরণ, জলাবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ দাবী করা হয় সরকার তথা প্রশাসনের নিকট।