✍✍বন্ধু✍✍
-জাকিয়া নূর মিতু
তুমি যদি দূরে যাও
অনেক অনেক দূরে,
বন্ধু তবুও হাত বাড়াবে
ডাকবে চেনা সুরে।
তুমি যদি কান্না লুকাও
গভীর কোন ব্যথায়,
বন্ধু কোমল পরশ দিবে
হারাবে ক্ষত কোথায়।
তুমি যখন একলা হবে
দারুণ অভিমানে,
বন্ধু তখন সঙ্গী হবে
পুরোনো কোন গানে।
যদি কখনও চোখ ভিজে
যায়, স্মৃতি রোমন্থনে,
অমূল্য সেই বন্ধুস্মৃতি
কিনবে কোন্ দামে?
কথায় কথার পাহাড় জমে
আকাশ ছোঁয় যদি।
বন্ধু এসে হাঁত বাড়ালেই
বরফ গলে নদী।
একা হবে বন্ধু শুধু
তোমার বিদায় বেলায়,
হারাবে না কখনও সে
দিন রাত্রির খেলায়।
কবি পরিচিতি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি
বিভাগের ২৬তম ব্যাচের মেধাবী ছাত্রী, বর্তমানে অধ্যাপনা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্রঃ ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন এর ফেসবুক থেকে।