মোঃ আবু তৈয়ব:অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিদর্শন।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিদর্শন করেন এন্টি টেরিজম ইউনিটের সম্মানিত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম (বার) মহোদয়। সম্মানিত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মহোদয় রাঙ্গামাটি অফিসার্স মেসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়। এসময় জেলা পুলিশের চৌকস দল অতিরিক্ত মহাপরিদর্শক মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরে অতিরিক্ত মহাপরিদর্শক মহোদয় আরশিনগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপারের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।