হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান সরকারের গোয়েন্দা বিভাগ (এনএসআই) এর উপ- পরিচালক ইউসুফ হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে ঢাকার মোহাম্মদপুরের সরকারী কবরস্থানে। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের বাসিন্দা। জিএম ইউসুফ হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১০ টা ৪০ মিনিটে ফেনীর জেলা সদরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরিবার সুত্রে জানাগেছে, তিনি এদিন সকালে পায়ে হেঁটে হাসপাতালে গিয়ে ভর্তি হন l মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহরম জিএম ইউসুফ হোসেনের মেয়ে আবিদা তাসকিন ঐশী জানান, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা এনএসআই উপ- পরিচালক মারা যায়। এদিন রাত সাড়ে ১০ টায় মোহাম্মদপুর সরকারী কবরস্থানে কবরস্থ করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দোয়া করবেন মহান আল্লাহ্ যেন ওনাকে বেহেশত নসীব করেন আমিন। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের কৃতিসন্তান গোয়েন্দা সংস্থা( এনএসআই) বিভাগের ফেনী জেলার উপ-পরিচালক জিএম ইউসুফ হোসেনের অকাল মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সহ সভাপতি নিয়াজ কাওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।