বেনাপোল পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেনাপোলের ছোটআঁচড়া মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল।
বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, আওয়ামী মহিলালীগের নেত্রী সালমা আলম, সাদিপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার বাক্কা, বেনাপোল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাদিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফি সর্দার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক, বেনাপোল ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, তালশারি ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান, কাগজপুকুর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুর রহমান, ভবেড়বেড় ওয়ার্ড যুবলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক মামুন মোল্লা, গাজিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, ছোটআঁচড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান পান্নু, বড়আঁচড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।