ঘটনাস্থলে জানা যায় হিমাচল বাসটি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সেই একই পথে সি এন জি টি লাকসাম যাওয়ার সময় এক্সিডেন্ট হয়। বাসটির গতি বেগ এতো টাই প্রকট ছিলো যে CNG এর সাথে সংঘর্ষ হওয়ার আগে বাসটি একটি বৈদ্যুতিক খুটির সাথে এক্সিডেন্ট করে আরো একটি ট্রাক্টর ও অটো রিক্সাকেও ক্ষতিগ্রস্ত করে CNG টি তে আঘাত হানে। ঘটনা স্থলেই CNG তে থাকা চার জন ব্যক্তি নিহত হন এবং দুজন শিশু সহ একজন ব্যক্তি কে তৎক্ষনাৎ হসপিটালে নিয়ে যাও হয়।