ফেসবুক গ্রুপ নবীনগরনামা নবীনগরের তিতাস ও আলীয়াবাদ বাস স্টেশনের পূর্ব পাশ থেকে নৌকা যোগে তিতাস ও বুড়ি নদীর বিভিন্ন পয়েন্টে (কনিকাড়া ব্রিজ, নবীনগর লঞ্চঘাট, এবং তিতাস ও বুড়ি নদীর সংযোগস্থলে প্রায় দেড় লক্ষ পিছ মাছের পোনা অবমুক্ত অবমুক্ত করেছে। এসময় বক্তারা নদী দূষণ রোধ, নদী রক্ষা এবং নদী গুলো মাছের অভয়াশ্রমে পরিণত করার জন্য সর্বমহলের কাছে দাবী জানান। ফেসবুক গ্রুপ নবীনগরনামা শুধু মাছের পোনা অবমুক্তই নয় করোনা কালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা প্রদান, খাদ্য সহায়তা সহ সকল ধরনের সেবা বিনাপয়সায় প্রদান করে থাকে। উল্লেখ্য যে এই সকল সেবা প্রদানে নবীনগরের সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তায় নবীনগরনামা কাজ করে থাকে।
মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেনঃনবীনগরনামা, নবীনগরের আঞ্চলিক কথা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান এডমিন আশরাফুল হক, স্বেচ্ছাসেবক সমাজসেবী ও নবীনগরনামা গ্রুপের এডমিন সুমন উদ্দিন, তরুন স্বেচ্ছাসেবক এবং রক্তদাতা কার্যক্রম পরিচালনাকারী, অত্র গ্রুপের হিসাবরক্ষক ও এডমিন শেখ আজহারুল ইসলাম, গ্রুপের তরুন স্বেচ্ছাসেবক মাইনুদ্দিন, গ্রুপের সাধারন সম্পাদিকা এডমিন এবং সাংবাদিক হাজীয়া বেবী বিন্তে বাছেদ, গ্রুপের সহঃ হিসাব রক্ষক, ব্যাবসায়ী ও মডারেটর হোসাইন মোঃ আলমগীর, মডারেটর নিপু সূত্রধর, শামীম রানা, সুজয়, স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমির হামজা, মোঃ বিল্লাল, মেহেদী, তৌসিফ, আশা, তাহমিনা সহ আরো অনেকে। সকল এডমিন, মডারেটর ও সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় দোয়া আয়োজন করা হয়।
পরিশেষে সকলকে নবীনগরের ঐতিহ্যবাহী খুদটালা ও বিরানভর্তা পরিবেশন করানো হয়।