কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। কালিগঞ্জের অন্যতম শিক্ষানুরাগী পুলিশ সদস্য জিএম মাহাবুবুর রহমানের মাতা জাহানারা বেগমের (৬১) দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিএম নূর মোহাম্মাদের সহধর্মিনী। মরহুমার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহানারা বেগম এলাকার অন্যতম আল্লাহ ভিরু, ধার্মিক ও সৎ চরিত্রের নারী ছিলেন। নামাজ-রোজা, ইবাদত-বন্দেগীসহ পর্দার সহিত চলাফেরা করতেন তিনি। পাশাপাশি তিনি আশাশুনি উপজেলার গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া দরবার শরীফের পীর ভক্ত ছিলেন। প্রায় চার বছর ধরে তিনি ডায়াবেটিস ও ক্যান্সারজনিত জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্তায় রাজধানী ঢাকাস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্রসহ অসংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুতে এলাকার বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ফরিদুল কবির, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।।
মোবাঃ ০১৭১৭৩৩৭২২৯