আরিফুল ইসলাম আশা: উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হলো সিএ্যান্ডএফ কর্মচারী এসোসিয়েশন এর নির্বাচন চলছে।ত্রিবার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ ও দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে নাজমুল আলম মিলন ও সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাহী কমিটি ১৩টি পদের একটি উপসাধারন সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১২টি পদে লড়ছেন আরও ২৬ জন।সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। আইনশৃংখলা রক্ষায় ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তারক্ষি নিয়োজিত রয়েছে।
কর্মচারীরা জানান, শান্তিপূর্ন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষন পর এর ফলাফল আশা করছি। ——–