পি কে রায়: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভা করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।
আজ ২৬ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাব্বির হায়দার, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
এসসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সাব-রেজিস্ট্রার উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, সমাজ সেবা কর্মকর্তা হামিদুল ইসলাম প্রমুখসহ উপজেলার সকল জনপ্রতিনিধি, মসজিদের ঈমামগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ জেলা প্রশাসকের কাছে চিরিরবন্দর উপজেলার সার্বিক বিষয় ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এর আগে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি চিরিরবন্দর থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।