শাহরুখ পুত্র আরিয়ান খান কে ফাসানো হয়েছে, গুরুতর অভিযোগের তীর সমীর ওয়াঙখেড়ের বিরুদ্ধে আনলেন, নবাব মালিক।। সম্প্রতি ভারতের বম্বের সমুদ্র বন্দর এক প্রমোদ তরী থেকে ভারতের সুপার স্টার শাহরুখ খানের পুত্র জনাব আরিয়ান খান কে গ্রেফতার করা নিয়ে এবার সরাসরি অভিযোগের আঙুল তুললেন মহারাষ্ট্রের ভারতের নারকোস্ট্রিক কন্ট্রোল ব্যুরো র প্রধান শ্রী সমীর ওয়াঙখেড়ের বিরুদ্ধে। মহারাষ্ট্রের শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেসের জোট সরকারের মন্ত্রী জনাব নবাব মালিক বলেন যে, যেদিন রাতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে প্রোমদ তরী থেকে গ্রেফতার করে নারকোস্ট্রিক কন্ট্রোল ব্যুরো র সদস্যরা সেই দিন ঐ প্রোমদ তরী তে দুই জন সন্দেহ ভাজন ব্যাক্তি ছিলেন তারা কারা তার কৈফিয়ত চাইলেন। তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি। ভারতের চলচ্চিত্র জগতের সুপার স্টার শাহরুখ খান কে বদনাম করতে কেন্দ্রের বিজেপি সরকার কলকাঠি নাড়িয়েছে। এবং আরিয়ান খান কে প্রোমদ তরী তে ডেকে এনে ফাসিয়েছে। মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী আরো বলেন যে, এই ভাবে তার জামাইয়ের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে ছিল এন সি বি। কিন্তু মহামান্য আদালত তাকে বেকসুর খালাস করে দেন মামলা থেকে। যে অফিসার আরিয়ান খান কে ফাসিয়েছে তার বিরুদ্ধে সার্টিফিকেট জাল করে চাকরি করার গুরুত্বপূর্ণ অভিযোগ করেন। তিনি বলেন যে, সমীর ওয়াঙখেড় যখন চাকরি তে যোগ দেন তখন তিনি তপশিলি জাতি ও উপজাতির সার্টিফিকেট প্রদান করে চাকরি তে যোগ দেন। সেটি জাল বলে উল্লেখ করেন। এবং তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট প্রদান করার জন্য তদন্ত শুরু করার কথা ঘোষণা করেন মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। তবে আরিয়ান খান যে নির্দোষ প্রমাণিত হবে তা সময়ে বলবে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।