শারজায় আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে ডাক পেলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। এবার আন্তর্জাতিক বইমেলার আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম ছিল। সেই মতাবেক শারজায় আন্তর্জাতিক বই মেলা শুরু হবে আগামী, ৩, ই, নভেম্বর। এবং চলবে আগামী, ১৩,ই, নভেম্বর পর্যন্ত। আয়োজক দেশ হিসেবে শারজায় আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শারজা বই মেলা কমিটি। তবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারবে কি না এখন পর্যন্ত জানা যাচ্ছে না। কারণ এর আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আন্তর্জাতিক শান্তি ও সাংস্কৃতিক প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে রোমের ঐ ঐতিহাসিক সম্মেলনে অংশ নিতে দেওয়া নি। কারণ ভারত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কে রোমে যাওয়ার ভিসা আবেদন দেননি। তার আগে আমেরিকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এর একটি অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয় নি। এবার কি ভারতের সরকার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আন্তর্জাতিক বই মেলায় যেতে দেওয়ার ভিসা আবেদন দেন কি না তা দেখার বিষয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, তার সুনাম অর্জন কে ভারতের বাইরে প্রকাশ করতে দিচ্ছেন না কেন্দ্রের বিজেপি সরকার। তাই তারা বার বার বিদেশে যাচ্ছেন অকারনে, কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না। তবে তিনি শারজায় বই মেলায় যোগ দেন কি না তা দেখার বিষয়।।