হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং দুদলী ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার প্রত্যয়ে উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিক ও এলাকাবসীর সাথে মতবিনিময় করেছেন হেমায়েত আলী বাবু। শনিবার (৩০ অক্টোবর বিকাল ৪ টায় দুদলী গ্রামস্থ তার নিজ বাসবভনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ব্যাংকার শেখ শামসুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, এলাকার সমাজসেবক গফফার গাজী, মীর মোছাব্বর আলী, শেখ আনজারুল ইসলাম, কাজী মাফুজুর রহমান প্রিন্স, কাজী আবু সাঈদ, সৈয়দ তাহাজ্জত আলী, ভাতা ভোগী আখি বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত দিনে হেমায়েত আলী বাবু মেম্বর নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে বেশ ভূমিকা রেখেছে। এলাকার মানুষের বাড়ি বাড়ি যেয়ে খোঁজখবর নিতেন তিনি। নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা যারা ভাতা পাওয়ার যোগ্য এমন সুবিধাভোগীর কাছে কার্ড পৌঁছে দিয়েছেন। গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন করেছেন সরকারীর অর্থায়নের পাশাপাশি ব্যাক্তগত অর্থে। তাছাড়া সমাজে নৈরাজ্য এবং অপরাধ প্রবণতা কমানোর জন্য তার চেষ্টা ছিলো নজরে পড়ার মত । এমনকি তিনি ব্যক্তি উদ্যোগে রাস্তাঘাটসহ বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। বিগত দিনে তার মত অন্য কোন জনপ্রতিনিধি এলাকার জনগনের কোন খোঁজ খবরও রাখেনি। তিনি আবারও নির্বাচিত হলে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে এবং সকল সরকারী উন্নয়নে আরো কার্যকরী ভূমিকা রাখবে। পরিশেষে মেম্বর পদপ্রার্থী হেমায়েত আলী বাবু আধুনিক ওয়ার্ড গড়তে এলাকাবাসী সহ সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।