ইমরান রানা: আগামী ১১ নভেম্বর নওগাঁর রাণীনগরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা ইউপির ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিরোজের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ও সাবকে অতিরিক্ত সচিব ড. ইউনুছ আলী প্রামানিক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবুল হাসনাত খাঁন হাসান, সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কোষাধ্যক্ষ রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, গোনা ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মীর কাশেম আপনসহ অন্যরা। এছাড়া বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান।