সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব হুমায়ুন কবির
আমার ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ব্যাচমেট ও বন্ধু। অনেক বছর আগে থেকে তাঁকে চিনি ও জানি। অমায়িক, অসাধারণ ও যোগ্য কর্মকর্তা।
আমার বড় ভাই এম আকবর হোসনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ফিরে আসার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম। জেলা প্রশাসক হুমায়ুন যা করেছে তাতে রীতিমতো অবাক। আমাকে সে ফুলেল শুভেচ্ছা জানালো। আমাদের উচিৎ ছিল, তাঁকেই ফুলেল শুভেচ্ছা জানানো। সাথে ছিলেন আফছার ভাই, রফিকুল ভাই, লাভলু ভাই। যাহোক, সে সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিলো। আমি এত কিছুর জন্য প্রস্তুত ছিলাম না , তাছাড়া, নিজেকে সাধারণই ভাবি। আমার মায়ের খোজ-খবর নিলো। এর আগেও আমার মায়ের জন্য ফল-মূল পাঠিয়েছিল। আবারও কৃতজ্ঞতা। আমার মা তার জন্য দোয়া করে সব সময়।
আমি মনে প্রাণে চাই ও বিশ্বাসও করি, হুমায়ুন কবির সাতক্ষীরা জেলার জননন্দিত ও জনপ্রিয় জেলা প্রশাসক হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্রঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব এবং অফিসার্স’ ক্লাব, ঢাকা এর নির্বাহী সদস্য আলমগীর হোসেন এর ফেসবুক থেকে।