আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
“গাছ লাগান পরিবেশ বাঁচান,গাছ লাগান মানুষ বাঁচান”এই বিশ্ব স্লোগানকে সামনে রেখে বাহরাইনি বংশোদ্ভূত এক দল তরুণ নিয়ে গঠিত ‘নাসিয়াম আল বাহরাইন’এনভায়রনমেন্ট ইনসিয়েটিভ নামক সামাজিক সংগঠনের উদ্দ্যোগে বিনামূল্যে বীজ বিতরন ও সেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় আল আলী এলাকায় রিয়াদাত আল মলে সন্ধ্যা ৬ ঘটিকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন এর প্রথম নারী কৃষি প্রকৌশলী মিসেস জিবা, ব্যাবস্থাপনা সদস্য আহাম্মেদ আল ফারসি, ভলন্টিয়ার টিম লিডার মিসেস ফারজানা,এছাড়া বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিভিন্ন কমিউনিটির সেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
জিবা জানান-এই সংগঠনটির উদ্যোগে বিগত কয়েক বছর ধরে সবুজ বাহরাইন গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন ,গাছের চারা ও বীজ উৎপাদন, সংরক্ষন,পরিচর্যা, গবেষণা মূলক বিভিন্ন কাজ করে আসছে।সেই সুবাধে বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবকগন নাসিয়াম আল বাহরাইন এর সাথে প্রথম থেকে বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে আসছে। এই পরিবেশ বিষয়ক উদ্যোগ বাস্তবায়ন কার্যক্রমে সহযোগিতা করায় নাসিয়াম আল বাহরাইন সন্তুষ্ট হয়ে পরিবেশ প্রেমী সেচ্ছাসেবকদের সনদ প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেন।
তারিই পরিপেক্ষিতে বাংলাদেশ সোসাইটির ৬ জন সেচ্ছাসেবককে সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রাপ্তরা হলেনঃ
হাসেম রানা ( সভাপতি) হুরা শাখা,লিটন সূত্রধর ( সহ – সভাপতি) হুরা শাখা,মোহাম্মদ আলম ( সহ – সভাপতি) চিত্রা শাখা,ইসমাইল পলাশ ( সাধারণ সম্পাদক) হুরা শাখা,ইসমাইল হোসেন ( সাধারণ সম্পাদক,) সিত্রা শাখা,আশফাক আহামদ ( যুগ্ন সম্পাদক)হুরা শাখা।