পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা ৪,জেপি১ ও বিদ্রোহী ৩ প্রার্থী বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, সুষ্ঠভাবে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার নাজিরপুরের দীর্ঘায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে আশুতোষ বেপারী, শাঁখারীকাঠী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মু্ক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারি নির্বাচিত হয়েছেন।
জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. কামরুজ্জামান শাওন, পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) মনোনীত মো. শাহীন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নোমান মৃধা এবং শিকদার মল্লিক ইউনিয়নে মো. শহিদুলি ইসলাম হাওলাদার ।
২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরে ৯ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। একটি ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরন করলে ঐ ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।
গাজী এনামুল হক (লিটন)
01714040204