এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে ২০২১-২২ অর্থবছরে গম ভুট্টা সরিষা ও খেসারি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষক সুশান্ত মন্ডল প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল যোদ্ধাদের বড় যোদ্ধা কৃষক ভাইয়েরা, তাদের শ্রম, মেধা ও দক্ষতায় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমরা খাদ্য পেয়ে থাকি। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার, কৃষকদের সর্ব ক্ষেত্রে সহযোগিতা করে আসছে , বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলাদেশে বর্তমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। কৃষকদের ফসল উৎপাদন আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান করা হয়। প্রতিজন কৃষক কে এম ও পি সার ১০ কেজি , সরিষা ফসলে বীজ ১ কেজি , ডিএপি সার ১০ কেজি, ও এম ও পি স্যার ১০ কেজি, খেসারি ফসলে বীজ ডিএপি সার ১০ কেজি, ৫ কেজি এমওপি সার প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজলার ১২ টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষক, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।