আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধিঃ-
মধ্যে প্রাচ্যের দ্বীপে গড়ে উঠা ছোট্ট একটি দেশ বাহরাইন,প্রায় দুই লক্ষ প্রবাসী অধিবাসীদের অবস্থান এই দেশে। প্রবাসীদের ব্যবসা ও বসবাসের অন্যতম উপযোগী দেশ।করোনার প্রাদুর্ভাব কাটিয়ে
দেশটিতে দিনে দিনে বাড়ছে বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও নিজ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিন -রাত কঠোর পরিশ্রম ও নিজেদের জ্ঞান /মেধাকে কাজে লাগিয়ে যাচ্ছেন প্রবাসীরা ।
সে দেশে বসবাসরত বাংলাদেশীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের ফল/সবজি/মাছ সহ দেশীয় সকল পণ্য সামগ্রী সহজে তাদের কাছে পৌছে দিতে- বাহরাইন খামিছ নামক এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মালিকানাধীন তৃতীয় ব্যবসা প্রতিষ্ঠান সালমান ইন্টারন্যাশনাল মার্কেটের উদ্বোধন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাহরাইন খামিছ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।হাতের নাগালে এই ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় তারা সহজে দেশীয় পণ্য ক্রয় করতে পারবেন বলে আনন্দ প্রকাশ করেছেন।