মাসুদ রানা,পাবনা: পাবনা জেলার আতাইকুলা থানাধীন গঙ্গারামপুর গ্রামের ভিকটিম স্বর্ণালী খাতুনকে বোকা বানিয়ে এক প্রতারক চক্র ১,৪৪,০০০/-টাকা তার নিকট থেকে হাতিয়ে নেয়।
মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। মোঃ জুয়েল শেখ (২২), পিতা-মোঃ নায়েব আলী শেখ, ২। উজ্জল বালা (২১), পিতা-কৃষ্ণ বালা, উভয় সাং-বাঘুটিয়া, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীদ্বয়কে গত ১৫/১১/২০২১ খ্রিঃ পলাতক অবস্থায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গত ১৪/০৭/২০১৯ খ্রিঃ মূল প্রতারক চক্র দুপুর অনুমান ১২:০০ ঘটিকা সময় বাদীনির ০১৭২***৯৫৭৮ মোবাইল নম্বরে ফোন করে বলে যে বিকাশ অফিস থেকে বলছি। আপনার বিকাশ হিসাব নম্বর বন্ধ হয়ে গেছে। আপনার মোবাইলে বিকাশের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে সেটা বলেন। তখন বাদিনী মেসেজ আসা ওয়ান টাইম পাসওয়ার্ড তাকে জানায়। প্রতারক তখন বলে আপনার নতুন পিন ১৪০০০ এবং আপনি নিকটস্থ বিকাশ এজেন্ট সেন্টারে গিয়ে একই পরিমান টাকা হিসাব নম্বরে ক্যাশ ইন করতে বলে। এভাবে বিভিন্ন নির্দেশনা প্রদান করে বাদীনির সরলতার সুযোগ নিয়া কৌশলে বাদীনির নিকট হতে সর্বমোট ১,৪৪,০০০/- হাতিয়ে নেয়।
এ বিষয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম স্বর্ণালী খাতুন এজাহার দায়ের করলে আতাইকুলা থানার মামলা নং-০৯, তারিখ-২৪/০৭/২০১৯ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।
মামলাটি প্রথমে পাবনা সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশে উক্ত মামলাটি পিবিআই, পাবনা তদন্ত শুরু করে।
ডিআইজি পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, পাবনা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব জনাব মোঃ ফজলে এলাহী এর সার্বিক সহযোগীতায় মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সবুজ আলী মামলাটি তদন্ত করেন।
এ বিষয়ে পিবিআই পাবনা ইউনিট প্রধান পুলিশ সুপার জানাব মোঃ ফজলে এলাহী ও তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সবুজ আলী বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারক চক্রটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ফোন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়। প্রতারক চক্রটির আর্থিকভাবে লাভবান হওয়ায় তাদের প্রধান উদ্দেশ্য। গ্রেফাতারকৃত আসামীদ্বয়কে গত ১৫/১১/২০২১ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা বিকাশ প্রতারণা চক্রের সাথে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং অন্য একজন আসামীর নাম প্রকাশ করেছে। তাকেও গ্রেফতারের জন্য তৎপরতা চালনা হচ্ছে।