স্বরুপকাঠীর বাটনা তলায় শ্রী,শ্রী দেবশ্রম ব্যসকাঠী মন্দিরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম,এল,এ ,সাবেক এম,পি বাবু চিত্তরঞ্জণ এর “”১৯”” তম স্মরণ সভা অনুষ্ঠীত হয়েছে।
হাজার হাজার জনতার জনাতার উপস্তিতিতে সাবেক এম,এল,এ ,এম,পি বাবু চিত্তরঞ্জন সুতার এর ১৯ তম স্বরণ সভায় প্রধান অতিথির ভাষন প্রদান করেন পিরোজপুর ১ আসনের মাননীয় সংদদ সদস্য, জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এ,কে এম, এ আউয়াল। উক্ত স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি বলেন, বাবু চিত্তরঞ্জন দাদা ছিলেন বাংলার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানোর ঘনিষ্ঠ বন্ধু, অসাম্পদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে দাদার অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই। বৃটিশবিরোধী আন্দােলন, পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি কঠিন সংগ্রামে আত্মনিয়োগ করছিলেন ।এছাড়া আরো বক্তব্য রাখেন ,মঠবাড়ীয়া পৌভার চেয়ারম্যন মো: আশ্রাফুল ইসলাম ,স্বরুপকাঠী পৌরচেয়ারম্যান আদ্ধুল হক, এ্যাড.কানাই লাল বিশ্বাস। আরো উপস্হতিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.সাইদুর রহমান ( টিটো) আজাদ তালুকদার ,মানস বৈরাগী,অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার ।
বক্তৃতায় তার ভক্ত বৃন্দরা বলেন ,অকুতভয় চিত্তরঞ্জন সুতার হিন্দু সম্প্রদায়ের মহা মথুয়া কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বাংলার বিভিন্ন স্হানে গমন করে সংগঠন তৈরী করেছিলেন এবং এ কারনেই তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার লক্ষিদিয়া গ্রাম থেকে স্বরুপকাঠীর বাটনাতলার শ্রী,শ্রী দেবশ্রম ব্যকাঠী মন্দীরে এসে ছিলেন । রাজনৈতিক পট পরিবর্তনের কারনে এম,এ,এ চিত্তরঞ্জন সুতার দেশ ত্যাগ করে কলকাতায় পাড়ি দেন এবং সেখানে স্হায়ীভাবে বসবাস করেন। ২০০১ সালের ২৯ নভেম্বর তিনি সেখানে পরলক গমন করেন ।