নড়াইলের কৃতি সন্তান চারন কবি বিজয় সরকার ও জারি সম্রাট মোসলেম উদ্দিন বয়াতীর স্মরণৎসব পালন করা হয়েছে ।
নডাইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বাংলাদেশ বাউল ও বাউল শিল্পী সংস্থার আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের জায়েদ সেমিনার হলে শনিবার বিকেল চারটায় কবি গীতিকার ও গবেষক সৈয়দ মহসিন হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মাশরাফি বিন মর্তুজা এমপি।
মুল প্রবন্ধ পাঠ করেন (বিজয় সরকার ) চেয়ারম্যান সংগীত বিভাগ কবি কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড জাহিদুল কবীর লিটন, মোসলেম এর উপরে প্রবন্ধ পাঠ করেন প্রভাষক, সংগীত বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাষ্ট্রের রওশন আলম,
বিশেষ আতিথি ছিলেন ড তপন বাগচী উপ-পরিচালক, বাংলা একাডেমী, আলোচক বিশিষ্ট সমাজসেবী, সভাপতি, নড়াইল জেলা সমিতি শৈলেন্দ্র নাথ সাহা,কবি পুত্র মো লাহুয়ার রহমান, স্বাগত বক্তব্য রাখেন নড়াইল
এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক, বিজয় সরকার স্মরণে কবিতা পাঠ করেন লোহাগড়া উপজেলা কবি সাহিত্যিক লোকজশিল্পী পরিষদের সম্পাদক কবি সৈয়দ খায়রুল আলম।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো আবু হানিফ, শেখ মো রফিকুল ইসলাম, শ্যামল দাশ টিটু,ছাত্রলীগ নেতা সোমেন বোস, কবি বাঙ্গাল সঈদ কন্য কবি ও প্রকাশক মেরিনা সঈদ, সূজন রহমান, ইন্জিনিয়ার মুসা মিয়া, কবি নুরুল শিফার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট লালন গবেষক শিল্প কলা একাডেমী বাউল সেলের পরিচালক সরদার হীরক রাজা।
দেশের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে আংশগ্রহন করে সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং অভিযাত্রিক সাংস্কৃতিক একাডেমি।
সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, নাদিরা ইসলাম, পুলক কুমার ঘোষ, রুবেল সাইদুল আলম,ফারহান রহমান, অরুপ বিশ্বাস, সমির, পাগলা বাবুল প্রমুখ।
স্মরণৎসবে ঢাকা বসবাস কারি কবি সাহিত্যিক ছাডাও নড়াইল জেলার কবি সাহিত্যিক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য এবং নড়াইলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা প্রমুখ। বাউল শিল্পী পরিবারের সদস্যরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলেন।