সুলতান আমার গর্ব
সৈয়দ খায়রুল আলম
নড়াইল জেলার কৃতি সন্তান এস এম সুলতান
জন্ম তাহার মাসুমদিয়ায় লাল মিয়া তার নাম
বাবা সেতো মেছের আলি করেন রাজের কাজ
তারই ঘরে জন্মনিলেন নড়াইলের এই তাজ
সদা হাসি খুশিতেই ছিল রং তুলি তার কাজ
আমিতো তাকেই দেখেছিলাম শিল্পকর্মের মন
সব সময় তাই রংতুলিতে শান্তি খুজে ফেরেন।।
প্রথম বার যখন দেখেছিলাম মাসুমদিয়ার ঘাটে
বাবার সাথে এসেছিলাম তাকে কদম বুচি দিতে
দেখেই তিনি বল্লেন আমায়! এতো দিনে এলে?
বল্লাম তাই আসব কেমনে পড়তে অনেক বাকি
বয়স যে আমার ১১ বছর ক্লাস ফাইবে পড়ি
বল্লো আমায় আরকি কর আকা শেখো নাকি?
তাইতো পড়ার ফাকেফাকে পারলে কিছুুআকি
সেদিন তো জানতামনা সুলতানের খ্যাতি হবে
তাজানলে কি আজ পড়ার জন্য এত কস্ট করি
এমন কথাই শুনেছিলাম আশির দশক থেকে
তার কথা যে লিখছি আজ বিংশ শতকে এসে
হাসিমাখা মুখখানাটি তার এখনও মনে পড়ে
বাবা নজরুল কবি সাহেব তিনি বলে ছিলেন
পারলে বাছাধন এই লাইনে তুইও চেষ্ঠা কর
অনেক পরে আমি আসলাম ছড়া কবিতার বইএ
এখন আমার শুধু সেই সুলতানের কথাই ভাসে
পারলে একটা গল্প লিখবো তারই জীবনি দিয়ে
নড়াইলের কবি সৈয়দ খায়রুল আলমের বইয়ে।।