হাফিজুর রহমান শিমুলঃ ছাত্র রাজনীতিতে আন্দোলন, সংগ্রাম আর শ্লোগানে শ্লোগানে সাতক্ষীরার সদরে পরিচিতি ঘটে জাহাঙ্গীর আলমের। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী মোড়লের পুত্র। ছাত্রজীবনে সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের নেতৃত্ব দিয়ে তিনি জেলার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর আলম কালিগঞ্জের ২নং বিষ্ণুপুর ইউনিয় পরিষদ নির্বাচনে ইতিপূর্বে দুইবার প্রতিদ্বদ্দিতা করে পরাজিত হন। এবার গত ২৮ শে নভেম্বর -২০২১ তারিখে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একান্ত আলাপনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন আমি বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেছি। জনকল্যাণে নিজেকে আমি বিলিয়ে দিতে চাই। অনেক কিছু উপেক্ষা করে জনগন আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। ভোটার সাধারণের আন্তরিকতা ও অকৃত্রিম ভালোবাসা আমার চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকবে। ২নং বিষ্ণুপুর ইউনিয়নের মানুষের সাথে নিয়ে অধিকতর জনগুরুত্বপূর্ণ কাজকে প্রাধন্যদিয়ে উন্নয়নে ভুমিকা রাখতে চাই। ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সকল শ্রেনী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা চাই।