হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়িঃ বান্দরবানের রোয়াংছড়িতে ৪টি ইউনিয়নের ১৯জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিলেন। তফসিল অনুযায়ী ৬ডিসেম্বরের প্রার্থীদের প্রত্যাহারে শেষ তারিখ ছিলেন। সোমবার (৬ ডিসেম্বর) নিবার্চন অফিসের সূত্রে জানাগেছে ৪টি ইউনিয়নের ৯জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে বলে জানাগেছে প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন থেকে সতন্ত্র প্রার্থীর সাবেক ইউপি চেয়ারম্যান অংশমৈং মারমা, মংহাইনু মারমা, পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, থোয়াইচপ্রু মারমা, বাবুল তঞ্চঙ্গ্যা, সংরক্ষিত- ২ পদে উঞোয়াইপ্রু মারমা, সাধারন মেম্বার পদে দেবাশীষ তংচংগ্যা, ২নং তারাছা ইউনিয়ন থেকে শৈনুপ্রু মারমা, সংরক্ষিত-২ পদে মেচিংপ্রু মারমা, সাধারণ মেম্বার পদে ৬নং ওয়ার্ডের মনিঅং মারমা, ৪নং ওয়ার্ডের প্রুথুই মারমা এবং ৩নং আলক্ষ্যং ইউনিয়ন থেকে সতন্ত্র প্রার্থীর কমল কান্তি বড়ুয়া, হ্লাশৈসিং মারমা ও লাপ্রাদ ত্রিপুরা, সংরক্ষিত-১ চিনা খুমী তংচংগ্যা, সাধারন মেম্বার পদে ৩নং ওয়ার্ডের মুজিরা তংচংগ্যা। তবে ৪নং নোয়াপতং ইউনিয়ন থেকে চেযারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি, সাধারণ মেম্বার পদে ১নং ওয়ার্ডের উবাগ্য মারমা। নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদরে মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে চনুমং মারমা, সতন্ত্র প্রার্থী সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা এবং মংপু মারমা। এছাড়া রোয়াংছড়ি সদর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন মেহ্লাঅং মারমা, সতন্ত্র প্রার্থীর উমংসিং মারমা এবং সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ২নং তারাছা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা এবং সতন্ত্র প্রার্থীর উনুমং মারমা, ৩নং আলক্ষ্যং ইউনিয়নের নৌকার প্রার্থী দুইবারে নির্বাচিত ও বতর্মান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা তার নিকতম প্রতিদ্বন্দ্বী হবেন সতন্ত্র প্রার্থী এক তরুণী মাশৈখিং মারমা (মিলিপ্রু)। নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন ৬ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে ৪টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের ৯জন চেয়ারম্যান, সংরক্ষিত পদে ৩জন, সাধারণ মেম্বার পদে ৫জন পদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। আরো ১০জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ২৫জন, সাধারণ মেম্বার ৮৪জন প্রার্থীরা যার যার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে লড়াই করবেন।