মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পৌরসভা এলাকার খাসনগর দিঘিরপাড় এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে মোঃ সুমন কবিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা।
সরেজমিনে উপজেলার খাসনগর দিঘীর পাড় এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা যায়,মাদক ব্যবসায়ী আমির হোসেন পিতা মৃত কাসেম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আমির হোসেন ফেনসিডিল গাঁজা ও ইয়াবা বিক্রি করে থাকে।আর তার মাদক ব্যবসায় মাদকের জোগান দিয়ে সহযোগিতা করে থাকে খাস নগর দিঘীর পাড় এলাকার মৃত সেরাজ উদ্দিনের দুই ছেলে উজ্জল ও দিদার।
আর তাদের মাদক ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে মোঃ সুমন কবির সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও ছাত্রসমাজ। খাস নগর দিঘীরপাড় এলাকায় গিয়ে জানা যায় গত ০৫/১২/২০২১ ইং সন্ধ্যায় আমির হোসেন তার সহযোগিদের নিয়ে এলাকায় মাদক বিক্রি কালে মোঃ সুমন কবির সহ আরও লোকজন মাদক বিক্রিতে বাধা সৃষ্টি করে তাকে ঐ স্থান ত্যাগ করতে বাধ্য করে।
পরবর্তীতে ঐ রাতে আনুমানিক ৮.৩০ মিনিটে আমির হোসেন, উজ্জল ও দিদার তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোঃ সুমন কবিরের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও তাকে মারধর করে।
পরে মোঃ সুমন কবির নিরুপায় হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগ থেকে রক্ষা পাওয়ার জন্য চিহ্নিত মাদক ব্যবসায়ীর শেল্টার দাতা উজ্জল এলাকার স্থানীয় নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যাদের বিরুদ্ধে মাদকের শেল্টার দাতা উজ্জল সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছে তারা সবাই স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র। এই ছাত্ররা সব সময় মাদক ব্যবসায়ী আমির হোসেন ও তার শেল্টার দাতা উজ্জ্বল ও দিদারের
মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার দরুন তাদের বিরুদ্ধে এই অভিযোগ।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান,প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরীহ ছাত্রদেরকে হয়রানি থেকে রেহাই দিয়ে। সরেজমিনে এলাকায় এসে সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত মাদক ব্যবসায়ী আমির হোসেন,উজ্জ্বল ও দিদারকে আইনের আওতায় আনা হোক।