গাজী এনামুল হক (লিটন) পিরোজপুর জেলা সংবাদদাতাঃ
পিরোজপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভূক্ত করনের দাবিতে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলার ৭ টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অনলাইনে আবেদিত সকল প্রতিবন্ধী বিদ্যালয় অনতি বিলম্বে স্বীকৃতি ও এমপিও’র দাবি তোলেন তারা। পরে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবিরের মাধ্যমে।
স্মারকলিপিতে যে সকল দাবি তোলা হয়েছে তা হলো, প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদান। বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে বেত ভাতা প্রদান। সকল বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান। সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্য বই বিতরণ নিশ্চিত করণ। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন। চাহিদা অনুযায়ী সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নিশ্চিত করণ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ নিয়মিত মনিটরিং করণ। শিক্ষক/কর্মচারীদের মান উন্নয়ন মূলক প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সুযোগ সুবিধা নিশ্চিত করণ। শতভাগ বিদ্যালয় সমূহে আধুনিক মান সম্পন্ন প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করণ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে আধুনিক থেরাপী সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করণ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভশীল জীবন যাপনের নিশ্চয়তা প্রদান।
অবস্থান কর্মসূচি বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আমিনা ফারজানা, ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তানিয়া আক্তার, মঠবাড়িয়ার বাবু বিধান মিত্র বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মিত্র, ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম শরীফ প্রতিবন্ধী বিদ্যালয় ফেরদৌসি, পিরোজপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভান্ডারিয়ার এরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম, কাউখালী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়া উর রহমান, পূর্ব পশারিবুনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় দাস প্রমুখ।