গাজী এনামুল হক( লিটন)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুনিয়া (৯) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং চন্ডিপুর ওয়ার্ডের সড়কে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়, মুনিয়া রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে ছিল এ সময় রাস্তা দিয়ে মহিষ আসতে দেখে মুনিয়া দৌড়ে রাস্তা পার হতে যায় এসময় বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পরে যায় এবং পিছনের একটি চাকা মুনিয়ার গলার উপর দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়।
মুনিয়া উত্তর চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনীর ছাত্রী। নিহত মুনিয়া ঐ এলাকার মনির হোসেনের মেয়ে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্য পিরোজপুরে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।