কলকাতার পৌরসভার নির্বাচনে রক্তাক্ত হল বিরোধী দলের এজেন্ট এবং নেতা ও কর্মীরা।। গতকাল কলকাতার নগরপাল শ্রী সৌমেন মিত্র আই পি এস কলকাতার পৌরসভার নির্বাচনে সাধারণ নাগরিকদের অভয় দিয়েছিল যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হবে। কিন্তু আজ সকালে তার উল্টো টি দেখা গেছে কলকাতার পৌরসভার নির্বাচনে বহু বুথে। বহু যায়গায় পশ্চিম বাংলার শাসক দলের দাদাগিরি ও রক্ত চোখ কে উপেক্ষা করে ভোট দিতে যাওয়ার সাহস করলেন না হাজার হাজার ভোটার। সেই সঙ্গে কলকাতার পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণ করতে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এ পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন ও কলকাতার নগর পালের দেওয়া প্রতিশ্রুতি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুথ দখল ও এজেন্টদের মারধর এবং বুথের সামনে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। যত বেলা গড়াতে শুরু করেছে ততই বিভিন্ন যায়গায় থেকে বিরোধী দলের নেতা ও কর্মীদের ক্ষোভ বাড়ছে কলকাতার পৌরসভার নির্বাচন নিয়ে। ইতিমধ্যে কলকাতার পৌরসভার, ১০০, নম্বর, ওয়াট থেকে বামফ্রন্টের বুথ এজেন্ট কে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করে পাটুলী থানার সামনে রাস্তা অবরোধ করে বামফ্রন্টের প্রার্থী। এবং কলকাতা পৌরসভার, ৪৫,নম্বার, বুথের সামনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীর বুথ এজেন্ট কে মেরে বার করে দেওয়া হয়েছে। এবং কলকাতা পৌরসভার টাকির মোড়ে সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্য বোমা হামলার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। এখনও পর্যন্ত বহু যায়গায় থেকে গোলমাল ও বুথ দখল এবং ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসক তৃনমূল দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে। তবে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ গোলমাল থামাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে কলকাতা পৌরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিচালিত নির্বাচন যে বিরোধী দলের নেতা ও কর্মীরা চেয়েছিল তা প্রমাণ করে কলকাতা পৌরসভার নির্বাচন। তবে এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের যে পৌরসভার নির্বাচন হয়েছিল তখন পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও কর্মীরা সেখানে সন্ত্রাস ও রিগিঙ নিয়ে যে দাবি তুলেছিলেন আজ তার হিসাব ও গন্ডায় ফিরিয়ে দিচ্ছেন পশ্চিম বাংলার শাসক দলের নেতা ও কর্মীরা বিজেপি কে এমন ধারণা করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।। তবে কলকাতা পৌরসভার নির্বাচন নিয়ে কি বক্তব্য রাখেন কলকাতা পুলিশের নগর ও পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন তরফে কলকাতা হাইকোর্টে তা জানতে অপেক্ষা করতে হবে।।