গাজী এনামুল হক (লিটন) ,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
৫ম ধাপের ইউপি নির্বাচনে ইন্দুরকানি উপজেলার ইন্নদুরকানি মেহেউদ্দীন হাইস্কুল মাঠে নব গঠিত ৪নংইন্দুরকানি ইউনিয়নের হাজারো জনতার উপস্হিতিতিতে উপজেলা চেয়ারম্যান এ্যাড. মতিউর রহমানের সভাপতিত্বে নৌকা মার্কার পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পিরোজপুর ১ আসনের সাবেক এম,পি পিরোজপুর জেলা আওয়ামীলীগের সগ্রামী সভাপতি আলহাজ্জ এ কে এম এ আউয়াল ,বিশেষ অতিথি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দীন মহারাজ, ইন্দুরকানি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান সাইদ, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির বয়াতি, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান শাওন তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার সহ ইউনিয়ন, উপজেলার আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের ১ ডজন নেতৃবৃন্দ।
উক্ত পথ সভায় জনাবসাবেক এম,পি জনাবএ কে এম এ আউয়াল বলেন, নৌকাকে বিজয়ী করলে শেখ হাসিনাকে বিজয়ী করা হবে, আওয়ামীলীগের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে ,স্বাধীনতার প্রতিক নৌকা, মোবারক আলী একজন নামাজি মানুষ ,কেয়ার টেকর সরকারের সময়ও তিনি চেয়ারম্যান ছিল তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই ,তাকে ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকবে ।ইন্দুর কানির যত উন্নয়ন সবই শেখ হাসিনার নেতৃত্বে ই হয়েছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। এ সময়ে হাজার হাজার জনতা দু,হাত তুলে নৌকা প্রতিকে ভোট দেয়ার অঙ্গিকার করেন ।