আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ।বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ বন অঞ্চলের কোল ঘেসে অবস্থিত সাতক্ষীরা জেলা। নদীমাতৃক দেশে নদীর মত সরল সহজ মানুষগুলো স্বাভাবিক জীবিকা নির্বাহ করে মংস্যচাষের মাধ্যমে।উচ্চবিত্ত এলাকায় কমই আছে অধিকাংশ মানুষ মধ্যবিত্ত আর বেশি ভাগ মানুষ নিন্মবৃত্ত।সাতক্ষীরাবাসীকে সমগ্র বাংলাদেশে পরিচিত করতে ও এলাকার মানুষের মুখ উজ্বল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিছু স্বার্থহীন মানুষ।বিবেক জাগ্রতচিত্ত নিয়ে আগামীদিনের প্রত্যায় সার্বিক কল্যাণে কাজ করে যাওয়া তরুণ গণমানুষের বন্ধু, আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,সাংবাদিক কবির নেওয়াজ রাজ।তারই ঐক্য প্রচেষ্টায় সাতক্ষীরা বাসীর প্রাণের দাবি, হৃদয়ের আকুতি,মনের আর্তনাদ, হাসি কান্নাকে বীরের মত সংগ্রাম করে ফুটিয়ে তুলছেন লেখনীর মাধ্যমে।সাংবাদিক জীবনে ফুটিয়ে তুলেছেন অস্ত্রের কাজ কলম দিয়েও শেষ করা সম্ভব।তিনি তার একক চেষ্টা ও সাধনার ফসল হিসাবে পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ।সাতক্ষীরা বাসীর হাজার হাজার ছাত্রের নেত্রী হিসাবে সংগ্রাম করছেন সাংবাদিক ভাই কবির নেওয়াজ রাজ।আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, এর ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন এর পক্ষ থেকে আমি আজিজুল হাকিম