মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মেডিকেল টেকনোলজিস্ট ক্লাব।

রোববার সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এমন ঘটনা যেন এই দেশে আর না হয় সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানাই।

বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষায় আইন করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্তবধায়কের ওপর হামলাসহ কয়েকটি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মেডিকেল টেকনোলজিস্ট ক্লাবের সভাপতি ফনিন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল্লাহ কামিল, কোভিড-১৯ নমুনা সংগ্রহকারী ল্যাব টেকনোলজিস্ট রকি, সাদ্দাম, সংকর, রুবেল সহ সকল সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট সহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com