মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলধারা ও খাল কাটার কাজ শুরু শুভ উদ্বোধন করেন বিধায়ক শ্রী গনেশ মন্ডল।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গভীর সুন্দর বন বিভাগের প্রধান একটি এলাকা বারুইপুর জেলা পুলিশের অধীনে কুলতলি বিধান সভার কুন্দখালি ও গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকায় গরীব চাষীদের জন্য একটি জলধারা ও খাল সঙস্কারের শুভ উদ্বোধন করেন বিধায়ক শ্রী গনেশ মন্ডল। তিনি বলেন বাদাবন এলাকায় গরীব মানুষের দীর্ঘদিনের দাবি মেনে করা হয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এই জলধারা প্রকল্প ও নতুন খাল ধারা থেকে বিশুদ্ধ জল ও মিটা পানি বৃহত্তম কুলতলি মানুষের কৃষি সম্প্রসারনের কাছে নিয়োজিত হবে। উপকৃত হবেন হাজার হাজার কৃষক ও ক্ষেতমজুর। এবং সবুজ ফসলের বিকাশ লাভ করবে এই বাদাবন এলাকায়। এবং কীর্তনখোলা থেকে গোদাবর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কয়েক হাজার কৃষক চাষের জন্য মিটা পানি পাবেন। এই প্রকল্পের আওতায় আনা হয়েছে কৃষি বিভাগ থেকে রাজ্যে সেচ বিভাগ যৌথ উদ্যোগে কাজ করবে। পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী গনেশ মন্ডল এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কৃষি সম্প্রসারণ ও কৃষি উন্নয়ন কাজ করে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইয়ে দিয়েছেন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।