হাফিজুর রহমান শিমুলঃ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ব্যবসায়ীর পুরস্কার- ২০২১(সেরা প্রস্তুতকারক ডিসপোজেবল ফুড প্যাকেজিং)ভুষিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান, সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীনের বড়পুত্র ও কেপিসি ইন্ডাস্ট্রী এর এমডি আলহাজ্ব কাজী সাজেদুর রহমান সাজু। শ্রীলঙ্কার কলোম্বতে সার্কের এসএপিএস এর আয়োজনে গতকাল তাকে শ্রেষ্ট পুরুষ্কার তুলে দেন সার্ক এর কনসার্ন প্রতিনিধিগন।
আলহাজ্ব সাজেদুর রহমান সাজু ঢাকাস্থ কেপিসি এন্ডাষ্ট্রির মাধ্যমে ব্যবসা করে গৌরব অর্জনের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে রাষ্টীয় পুরুস্কারে ভুষিত হয়েছেন একাধীকবার। তাছাড়া তিনি বাংলাদেশ ক্রীকেট দলের খেলোয়াড়দের সহযোগীতার পাশাপাশি নিজেও অনুশিলন করে থাকেন।