গাজী এনামুল হক (লিটন) পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিন পালা গ্রামে জমি জমা নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) আনমানিক নয়টার দিকে তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিনপালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমির হোসেন মাঝি (৭১)।
তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. হারুন অর রশিদ জানান, আমির হোসেন মাঝির সাথে তার আপন ভাতিজাদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে বিরোধীয় জমিতে চাচা আমির মাঝি খড়ের গাদা তৈরির উদ্দেশে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাঁঁধা দেয়। এক পর্যায় ভাতিজা দুলাল মাঝি চাচা আমিরকে মারধর করে। আহত অবস্থায় আমিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।