মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ উপজেলার ষোলপাড়া গ্রামে আলমগীর আহমেদ নামের এক ড্রেজার ব্যবসায়ী কে নানা ভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
সোনারগাঁ থানাতে অভিযোগ সূত্রে জানা যায় যে,ড্রেজার ব্যবসায়ী আলমগীর আহমেদ সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর ভিতরে বালি ভরাটের জন্য বৈদ্যের বাজার নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। বালু ভরাটের সুবিধার্তে সোনারগাঁও থানা দিন পৌরসভার ষোলপাড়া সাকিনস্থ মসজিদ সংলগ্ন একটি প্রেসার ভোষ্টার মেশিন স্থাপনের প্রয়োজন পড়ে। তাই ড্রেজার ব্যবসায়ী আলমগীর ও তার লোকজন প্রেসার ভোষ্টার মেশিন এর কাজ করতে গেলে পৌরসভা এলাকার ষোলপাড়া গ্রামের মোঃ মাহাবুব, পিতা,জমির আলী এলাকার প্রভাব দেখাইয়া নানা প্রকার ভয়-ভীতি দেখিয়ে ভোষ্টার মেশিন বসাতে বাধা প্রদান করেন। তারপর সমঝোতার ভিত্তিতে মোঃমাহাবুব ড্রেজার ব্যবসায়ী আলমগীর আহমেদের নিকট থেকে ১ লক্ষ টাকা নিয়ে পৌরসভার ষোলপাড়া সাকিনস্থ মসজিদ সংলগ্ন জায়গায় প্রেসার ভোষ্টার মেশিন বসানোর অনুমতি দেন।
পরে ভোষ্টার মেশিন নির্মাণকালে মোঃ মাহাবুব সহ অজ্ঞাত লোকজন নিয়ে উক্ত স্থানে এসে পুনরায় আরও দুই লক্ষ টাকা দাবি করেন।তাহাদের দাবি অনুযায়ী দুই লক্ষ টাকা না দেওয়ার ফলে মোঃ মাহাবুব ও তার লোকজন ড্রেজারের শ্রমিকদের মারধর করে মারাত্মক ভাবে জখম করে ভোষ্টারের সেলফ ও নির্মাণাধীন কাজে ব্যবহৃত কাঠ সহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার সময় বলে যায় যদি তাদের চাহিদা মত টাকা না দেয় তাহলে ভোষ্টার মেশিন বসিয়ে শান্তিতে বালুভরাট করতে দিবে না। লুট করে নিয়ে যাওয়া ভোষ্টার সেলফ ও নির্মাণাধীন কাজে ব্যবহৃত কাঠ সহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১লক্ষ ৮০ হাজার টাকা।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার ষোলপাড়া এলাকায় সরেজমিনে তদন্ত করে এসেছি,
উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করব।