দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থল বন্দর ভারত ও বাংলাদেশের বডার থেকে বেআইনি লাইসেন্স বিহীন, ৮২,টি, ট্রাক আটক।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে ভারতের সাথে বাংলাদেশের সবথেকে বড় স্থল বন্দর থেকে বেআইনি লাইসেন্স এগ্রিমেন্ট বিহীন ট্রাক ড্রাইভার ও ট্রাক নিয়ে বেআইনি ভাবে দুই দেশের মধ্যে যাতায়াত করছে। আজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থল বন্দর প্রেট্রপোল ইন্টিগ্রেশন চেক পোস্ট আই সি পি তে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা হানা দিয়ে মোট, ৮২,ট্রাক, আটক করে। যেগুলো সম্পুর্ন বেআইনি ভাবে ভারত ও বাংলাদেশ এর মধ্যে যাতায়াত করছিল। ট্রাক সহ তাদের ড্রাইভারদের গ্রেফতার করা হয়। কারণ এই সব ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যান এবং তাতে বহু মানুষের ক্ষতি হয় এবং গত বছর একজন বি এস এফের সদস্য কে পিষে দিয়ে মেরে দেয়। আজ সকাল থেকে শুরু হয় প্রেট্রপোল ইন্টিগ্রেশন চেক পোস্ট এ তল্লাশি বেআইনি ট্রাক ও ড্রাইভারদের বিরুদ্ধে অভিযান। সম্পুর্ন হয় বিকালে। আজ ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর পক্ষ থেকে তাদের মুখপাত্র কমান্ডার ইনচার্জ শ্রী কৃষ্ণা রায় এই খবর জানান।।